‘Rongoprobesh 2018’

আমরা আপনাদের আনন্দ সহকারে অবগত করছি যে আসছে মার্চ ২রা ও ৩রা, ২০১৮, সন্ধ্যা ৬:৩০ টায়, আই.ইউ.বি’র প্রেক্ষাগৃহে, সাধনার সহোদরা সংগঠন কল্পতরু এবং আই.ইউ.বি’র উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২ দিন ব্যাপি ভরতনাট্যম উৎসব ‘রঙ্গপ্রবেশ ২০১৮’। এটি রঙ্গপ্রবেশের দ্বিতীয় উপস্থাপনা। প্রথম রঙ্গপ্রবেশ অনুষ্ঠিত হয়েছিল ২০১৫ সনে।

এবারের উৎসবে প্রথম দিন একক ভরতনাট্যম মার্গম পরিবেশন করবেন, ভারত থেকে সদ্য ফিরে আসা বাংলাদেশের নবীন নৃত্যশিল্পী, অর্থি আহমেদ। সাথে সরাসরি সঙ্গীত এবং যন্ত্রানুষঙ্গে থাকছেন ভারতের ব্যাঙ্গালোর থেকে আগত বিশিষ্ট শিল্পীচতুষ্টয়। তাদেরকে নাটুওয়াঙ্গমে নেতৃত্ব দেবেন নৃত্যগুরু কীর্তি রামগোপাল যিনি সম্পূর্ণ অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন এবং প্রশিক্ষণ দিয়েছেন। দ্বিতীয় দিন কল্পতরুর নৃত্যশিক্ষার্থীদের নৃত্য প্রদর্শনের আগে বিশেষ আকর্ষণ আমন্ত্রীত শিল্পীদের পরিবেশনায় কর্ণাটিক কাচেরি, বা সঙ্গীতানুষ্ঠান।

উল্লেখযোগ্য, কল্পতরু একমাত্র বাংলাদেশি নৃত্যপ্রশিক্ষণ কেন্দ্র যার শিক্ষার্থীরা ভারতের সবচাইতে সম্মানার্হ খজুরাহো নৃত্যোৎসবে দুবার নৃত্য পরিবেশন করার জন্য আমন্ত্রিত হয়েছে ২০১৬ এবং ২০১৭ সনে। অনুষ্ঠানের মিডিয়া সহযোগি এ.বি.সি রেডিও, দুরন্ত টিভি এবং দেশ টিভি।

অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত।


It gives us the greatest pleasure to inform you that a 2 day Bharatanatyam Festival, ‘Rongoprobesh 2018’, organized by IUB and Shadhona’s sister organization ‘Kolpotoru’ is scheduled to be held on March 2 and 3, 2018 at 6:30 pm at the IUB Auditorium. This is the second edition of ‘Rongoprobesh’. The first was held in 2015.

On the first day of the festival a solo Bharatanatyam Margam will be presented by upcoming dancer Arthy Ahmed, who has just returned from India after completing five years of dance training. The next day the students of Kolpotoru will be presenting group and duet Bharatanatyam items. They will be accompanied by live music by four eminent visiting artistes from Bangalore, led, on the Natuvangam by dancer and choreographer Kirti Ramgopal who has designed the entire Festival and trained all the dancers. An added attraction on the second day is a Carnatic Kacheri, or South Indian Music Concert, by the visiting artistes.

It is worth mentioning that Kolpotoru is the only Bangladeshi dance school whose students have been invited to perform at India’s most prestigious Khajuraho Dance Festival in 2016 and 2017. The media partners of the program are ABC Radio, Duronto TV and Desh TV.

The program is open to all.

© shadhona.org 2016.
Developed By : Single Bit IT Solutions